তোমার হাতে দিলাম ইছামতি নদী
-শাহীনুর ইসলাম
তোমার
হাতে দিলাম ইছামতি নদী
ইচ্ছে
হলে সাঁতার দিও
আমারে
নয় গেলেই ভুলে
জন্মান্তরের
মতো।
গলায়
দিলাম তারার মালা
আলোক-সভার
রাত
অধরে
রইলো ভোর জাগানো
সোহাগের
ধারাপাত।
ইচ্ছে
হলে পরে নিও
ইচ্ছে
হলে পড়ে নিও
কী
ব্যথায় জাগে ফের ভালবাসা
তারার
কাছে জানিও।।
পাহাড়চূড়ার
বুনো ফুলে
দিলাম
কপাল ছুঁয়ে
নয়ন
ভরালাম গাঙচিল মনের
জলের
স্বপ্ন দিয়ে।
ইচ্ছে
হলে ভাসিও
আবার
ভালবাসিও
কেন
জাগে ফের পাওয়ার আশা
জলের
কাছে শুনিও।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন