অরণ্যে রোদন
-শাহীনুর ইসলাম
সমস্ত দিনের
ক্লান্তিনাশা সোনালী বিকেলগুলো,
আমার স্বপ্নের
আলুথালু সন্ধ্যাগুলো
যে সময় আলো ও
মেঘের ফাঁকে, বাতাসে বাতাসে,
সন্ধ্যারাগে
ঝিম ধরা ঘাসে ঘাসে
বুকে পোষা
স্বপ্নরা মহড়া দেয়
নতুন ভোরের
পাখি হয়ে উড়বার,
আমার সাধের সেই
সময় বিকিয়ে আছি বেঁচে
জীবন-যাপনে
দরকারী ঘুণপোকাদের কাছে।
তবু জীবনের
কাছে আমার অনেক ঋণ আছে!
খুঁজেছি রাতের
কাছে তাই হারানো সন্ধ্যার সুর,
হৃদয়ের খুঁয়ে
ফেলা ধ্রুপদী সে রাগ;
রাত্রিও দেয়নি
অবসর সেই সুর বাজাবার,
ফেরায়ে বলেছে
শুধু,
নিজেরই অনেক
প্রয়োজন তার এ সময়
বৃক্ষ বা
প্রাণীর শ্বাস-প্রশ্বাসের মতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন